বাংলাদেশের রাজধানী ‘গুলিস্তান’!!

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৫ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

flora didiবাংলাদেশের শিক্ষা নিয়ে অনেকেই অনেক কথা বলেন কিন্তু কেউই তুলে ধরতে চাননা মূল বিষয়টা। ফ্লোরা সরকার নামে এক ফেসবুক ব্যবহারকারী তার একটি স্ট্যাটাসের মাধ্যমে দেশের শিক্ষা ব্যাবস্থার বেহাল অবস্থা তুলে ধরেছেন। তার স্ট্যাটাসটি হুবুহু তুলে দেয়া হল।

বাংলাদেশের রাজধানী ‘ গুলিস্তান ‘ : “ সবার জন্য শিক্ষা “ : মারহাবা !! মারহাবা !!

টিভি দেখা ছাড়তে ছাড়তে খবরটা দেখা পর্যন্ত প্রায় ছেড়েই দিয়েছি। তবু কদাচিৎ যদি দুপুর বা রাতে খেতে বসি, তখন খবর আর খাবার একসঙ্গে সেরে নেয়ার চেষ্টা করি। আজ দুপুরে খবর আর খাবার এভাবেই একসঙ্গে সারার সময় একটা টিভি চ্যানেলের খবরে, ঢাকার সূত্রাপুর এলাকার, কয়েকটা সরকারি প্রাইমারি স্কুলের ভগ্নদশা ( দালান এবং লেখাপড়া – দুইয়েই ভগ্নদশা ) দেখাচ্ছিলো। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে জিজ্ঞেস করা হচ্ছিলো বাংলাদেশের রাজধানীর নাম কি ? ছাত্রীটির উত্তর ‘ গুলিস্তান ‘। তারপর তাকে আবার ভালো করে জিজ্ঞেস করা হলে, ছাত্রীটি জানালো সে জানেনা। পরবর্তী আরেক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে জিজ্ঞেস করা হলে, সে-ও তার অপারগতা জানায়, অর্থাৎ খোদ ঢাকায় বসেও সে জানেনা, বাংলাদেশের রাজধানীর নাম কি !!! তারপর পঞ্চম শ্রেণীতে পড়া আরেক ছাত্রকে জিজ্ঞেস করা হলো, “ বড় হয়ে তুমি কি হতে চাও ? ছাত্রটি চমৎকার উত্তর দিলো, অসাধারণ, বললো, “ যখন বড় হবো, তখন দেখা যাবে”। ছাত্রটি ঠিক ঠিকই বুঝেছে। সে এখন জানেনা, বড় হয়ে সে কি হবে, বড় হবার পর সে জানবে। বুঝে বা না বুঝে সে বুঝেছে সে দিশাহারা, ঠিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মতোই। আমরা জানিনা, আমরা বড় হয়ে কি হবো, কি করবো অথবা আদৌ বড় হবো কিনা অথবা বড় হওয়া কাকে বলে !!! আমাদের “ সবার জন্য শিক্ষা ” কর্মসূচী বেশ ভালো শিক্ষাই দিচ্ছে। টিভি বন্ধ করে দিলাম, কিজানি পরবর্তী খবর আরো কত ভয়ঙ্কর হয় ….

প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G