ভারতের ব্যাটিং অহংকার গুড়িয়ে দিল সাকিব-এবাদত

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০২২ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৩ অপরাহ্ণ

মিরপুর থেকে জহির ভূইয়া

২০১৫ অস্ট্রেলিয়া বিশ্বকাপে, ২০১৯ বিশ্বকাপে আর এবার ২০২২ বিশ্বকাপ আসরে শক্তিশালী খ্যাতাব ধারী ভারত হোচট খেয়ে পড়েছে মিরপুরের উইকেটে। অহংকারী ভারতীয় ব্যাটিং ৪১.২ ওভারে ১৮৬ রানে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

টস জিতে বল করতে কেন আগে নেমেছিল সেটা বোঝা গেল ভারতীয় ব্যাটিং দেখে। ৫.২ ওভারে ২৩ রানে মিরাজ শেখর দেওয়ানকে বোল্ড আউটের মধৌ দিয়ে ভারতীদের ড্রেসিং রুমে ফেরত পাঠানোর মিশণটা শুরু করলেন। এরপর ১০ ওভারে ৪৮ রান অবদি রোহিত আর কোহেলী টিকে ছিল। কিন্তু এবার আক্রমণে সাকিব। বোল্ড করলেন রোহিতকে ২৭ রান করার পর। আর সাকিবের বলে লিটন ক্যাচ গ্লাভসে জমা করলে বোঝা হয়ে যায় আজ দিনটা বাংলাদেশের,স্কোর ৩ উইকেটে ৪৯!

মিডল অর্ডারে লেয়ার, সানদার আর শাহবাজ চেস্টা করলেন বটে, কিন্তু সাকিব আর পেসার এবাদত হোসেন সে সব আক্রমণ সামাল দিলেন শক্ত হাতেই।যে কারণে ১৫২ রানেই ৩২.৩ ওভারে ৫ উইকেটের পতন ঘটে।  কিন্তু মিডল অর্ডারে রাহুল একাই লড়াই করলেন। তাকে সমর্থন দেবার কেউ ছিল না। ৭০  বলে ৭৩ রানে রাহুলকে ফেরালেন এবাদত এনামুলের হাতে ক্যাচ বানিয়ে। তখনই পরিস্কার হয়ে যায় ভারত আজ ২ ০০ রানের বেশি যাচ্ছে না। বান্তবে হয়েছেও তাই, যদি হতো তাহলে এর  এরপর দিপাক, মোহাম্মদ সিরাজ আর কুলদিপের পক্ষে রান এগিয়ে নেয়া কঠিন হয়ে পড়ত না।

সাকিব একই ১০ ওভারে ৫ উইকেট আর পেসার এবাদত ৪টি। এর মানে মিরপুরের উইকেটে এখন পেস আক্রমনও সফল হতে শুরু করেছে।  বাংলাদেশ ভারতকে ১৮৬ রানে অলআউট করে ১৮৭ রানের মিশনে নামবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G