চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সন্দ্বীপের শিক্ষার্থীদের সংগঠন সন্দ্বীপ ছাত্র ফোরামের সভাপতি হয়েছেন ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের ১৩-১৪ সেশনের অনিক রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভাষাতত্ত্ব বিভাগের একই সেশনের শাহাদাত হোসাইন।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে ফোরামের ১৭-১৮ সেশনের সভাপতি সাদমান মেহেদীর সভাপতিত্বে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান সৌরভের সঞ্চালনায় আর্থিক বিবরণী তুলে ধরেন সহ-অর্থ সম্পাদক ইমতিয়াজ কবীর সুখী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৭-১৮ কার্যকরী বছরের সাধারণ সম্পাদক রাশেদ মারফি, সদস্য নয়ন চন্দ্র
মজুমদার, আব্দুস সামাদ,রিফাত ও তারিনা ইয়াসমিন ঝরা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনটির সফলতা কামনা করে বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক শোয়েব উদ্দীন হায়দার।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্পোর্টস সায়েন্স বিভাগের চেয়ারম্যান এইচ এম রাকিবুল মাওলা।
তিনি বলেন, ফোরামের সকল ভালো কাজের সাথে অতীতের ন্যায় পাশে থাকবেন। বার্ষিক সভা ও কমিটি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক কার্যকরী সদস্য মেহেদী হাসান শুভ প্রমুখ।
প্রতি /এডি/রন