অনিশ্চয়তায় প্রাথমিকের বার্ষিক পরীক্ষা
প্রতিক্ষণ ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দুই গ্রুপের কর্মবিরতির কারণে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা ১ কোটি ৯ লাখের বেশি।
মঙ্গলবার থেকে ১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। কর্মসূচি চলবে আগামীকাল পর্যন্ত। দাবিতে অগ্রগতি না হলে ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনের ঘোষণা দিয়েছে তারা।
অন্যদিকে, দশম গ্রেডসহ তিন দাবি বাস্তবায়নে ৩০ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে আরেক শিক্ষক সংগঠন — প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যেসব এসএসসি–এইচএসসি পাস শিক্ষক কর্মরত আছেন, তাদের অবসরের আগে সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব নয়। এতে দাবির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিক্ষক নেতারা জানান, দাবি পূরণ না হলে শ্রেণিকক্ষে উপস্থিত থাকলেও ক্লাস ও পরীক্ষা নেবেন না। এতে দেশের ৬৫ হাজার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা সময়মতো নেওয়া ঝুঁকিতে পড়েছে।












