অবৈধদের বেঁধে দেয়া সময়ের মধ্যে সৌদি ছাড়তে হবে

প্রকাশঃ মার্চ ২০, ২০১৭ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৮ অপরাহ্ণ

আবাসন ও শ্রম আইন ভঙ্গকারীদের সৌদি আরব ছাড়তে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সে দেশের সরকার ।

রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘এ নেশন উইদাউট ভায়োলেশন’ কর্মসূচির পর এ ঘোষণা দেয়া হয়েছে।

সৌদি উপ-প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আইন ভঙ্গকারীদেরকে ৯০ দিনের ক্ষমার সুযোগকে কাজে লাগানোর অনুরোধ জানিয়েছেন। মূলত, আগামী ২৯ মার্চ থেকে এই ঘোষণার বাস্তব কার্যক্রম শুরু হবে।

তিনি বলেছেন, বসবাসের অনুমতি ছাড়া অবস্থান, কর্মরত শ্রমিক ও অবৈধ অনুপ্রবেশকারীরা এই ক্ষমার সুযোগ নিয়ে সৌদি আরব ছেড়ে যেতে পারবেন।

এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে যারা দেশ ছাড়তে চায় তাদের জন্য সব ধরনের পদ্ধতি সহজ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সৌদি এই উপ-যুবরাজ। এছাড়া অবৈধদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞাও তুলে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্ক বলেছেন, ১৯ সরকারি সংস্থা এই কর্মসূচি বাস্তবায়ন করবে। অন্যান্য ভিসার মেয়াদ শেষ, হজ্জ্ব ও ওমরাহ সম্পন্নের পর যারা এখনো দেশটিতে রয়েছেন তাদের জন্য এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির পাসপোর্ট ও অভিবাসন বিভাগের পরিচালকের দফতর আইন ভঙ্গকারীদের দেশে ফেরত পাঠাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

আল তুর্কি বলেছেন, যাদের পরিচয়পত্র নেই অথবা হজ্জ্ব ভিসার মেয়াদ শেষের পর যারা এখনো সৌদিতে অবস্থান করছেন তারা অবশ্যই নিকটস্থ পাসপোর্ট বিভাগের কার্যালয়ে গিয়ে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করবেন।

অবৈধভাবে কর্মরত, আবাসনের অনুমতি ছাড়া বসবাসকারী অথবা আত্মগোপনে থাকা শ্রমিকদেরকে কাজ না দিতে সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আল তুর্কি। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের পরে যারা সৌদিতে অবস্থান করবেন তাদের বিরুদ্ধে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিন বছর আগে একই ধরনের কর্মসূচির মাধ্যমে সৌদিতে বসবাসকারী অন্তত ২৫ লাখ অবৈধ শ্রমিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

সূত্র : আরব নিউজ, সৌদি গ্যাজেট।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G