আজ কেমন যাবেঃ ১০ ফেব্রুয়ারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৬ সময়ঃ ৮:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): দিনের শুরুতেই টের পাবেন, মন এবং মস্তিষ্ক আপনার বিরুদ্ধে কাজ করছে। কিছুটা পাগলামি ভাব আর কি! বিষয়টি উপভোগের হতে পারে আবার অসহ্যও লাগতে পারে। পুরো সপ্তাহে যা খরচ করতেন তার অর্ধেকটাই আজ খরচ হয়ে যাবে। ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে বেশ উৎকণ্ঠিত থাকবে। পরিবারের লোক যতই বকাঝকা করুক না কেন, আজ সবই মাথার ওপর দিয়ে চলে যাবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আপনার মুড সবসময়ই উঠানামার ওপর থাকে। এই রোদ, এই বৃষ্টির মতো। তবে আজ মুডটা কিন্তু ভাই উচ্ছ্বসিত থাকবে, বৃষ। স্পর্শকাতর কিছু ঘটে যেতে পারে পছন্দের মানুষের দেখা পেয়ে। কর্মক্ষেত্রে বন্ধুবৎসল পরিবেশের দেখা পাবেন। বিশেষ খাবারের প্রতি আকর্ষণ বাড়বে। অর্থযোগ শুভ। অতীতের কোনো চিরকূট হাতে পেয়ে নতুন ভাবের উদয় হতে পারে।

মিথুন (২২ মে – ২১ জুন): আজ খাতিরের লোকের বেশি আদিক্ষেতার রহস্য উন্মোচিত হবে। আপনার বুদ্ধি দিয়ে তাকে কুপোকাত করতে ছাড়বেন না মোটেও। অর্থযোগ ঘটাতে বিনিয়োগ আবশ্যক। পুরোনো ফেলে রাখা কোনো কাজের প্রয়োজনীয়তা আজ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। দূরযাত্রায় ক্লান্তির যোগ আছে। একদিন সময় নিয়ে বাড়ি থেকে বের হওয়া মঙ্গলজনক।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): জটিল কোনো বিষয় আজ নাটকীয় কায়দায় হাজির হবে। প্রেম নিয়ে ঘটে যাওয়া জটিলতার মুক্তি নিশ্চিত। পরিবারের সদস্যদের কারো কাছ থেকে আজ ঝাড়ি নিশ্চিত। কর্মক্ষেত্রে সহকর্মীর কারো সঙ্গে প্রতিযোগীতামূলক আচরণে জড়িয়ে যাবেন। অলৌকিক কোনে শক্তিতে আজ কোনো অসাধ্য সাধন হতে চলেছে। অর্থাৎ পুরো দিনটিই চলবে রহস্য আর জটিলতার মধ্য দিয়ে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): মনের ভেতর থেকে খুড়ে বের করুন কর্মদক্ষতা। অলসতা আর প্রতিবন্ধকতার কোনো পাত্তা নেই আজ। দুর্দান্ত প্রেম আজ আপনাকে দেবে মহানায়কের উপাধি। অফিসের বসের আদেশে যেতে হবে এমন কোথাও, যেখানে নিজেকে খুব ভাগ্যবান মনে হবে। বেকারদের কারো চাকরির সন্ধান হতে পারে। কারো কারো আজ উচ্চশিক্ষার ফল হাতে আসবে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজ আপনাকে কোনো দুষ্কৃতকারীকে মোকাবেলা করতে হতে পারে। নিজের জন্যই হোক বা অন্যের জন্যই হোক কাজটা করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু একটা জটিলতা দেখা দিতে পারে। প্রতিবেশির বাড়িতে দাওয়াতে যেতে হতে পারে। নতুন কোনো মুখের দেখা পেয়ে পেছনের সম্পর্কে প্রশ্নবোধক চিহ্ন পড়ে যেতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): চলার পথ কিছুটা অমসৃণ থাকবে আজ। পা ফেলার আগে ভেবে নিতে হবে দশবার। মনে রাখবেন, আপনার পেছনে বিচ্ছু লেগে গেছে। নিজের চিন্তায় দৃড় থাকলে কোনো সমস্যা হওয়ার নয়। অর্থ-বানিজ্য সবকিছুতেই শুভ যোগ আছে। বন্ধুদের সঙ্গে আজ জমপেস আড্ডা হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আপনার স্বভাবই কিছুটা কবি কবি রোমান্সে ভরা। আজ প্রস্তুত থাকবেন সামান্য শীতলতা গ্রহণে, কিন্তু বৃষ্টিতে গলে যেতে পারেন। নিজেকে রক্ষা করুন যেভাবে পারেন। অর্থ আজ হাতে আসবে তবে যাবেও। কোনো বন্ধুর বিপদের খবর কানে আসতে পারে। সৃজনশীল কাজের পরিকল্পনা পোক্ত হবে আজ।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আগের দিনের জমে থাকা দুশ্চিন্তা আজ দূর হবে। সৃজনশীল কাজে বাধা আসবে। পছন্দের কোনো জিনিস আজ উপযুক্ত মূল্য দিয়ে ঘরে তুলবেন। হাতে টাকা কড়ির অবস্থা বেশ ফাঁকা ফাঁকা যাবে। বন্ধুদের কারো সঙ্গে হঠাৎ লেগে যাবে। সঙ্গীর মন পেতে আজ ছুটতে হবে এক ছুট। পানি পিপাসা আজ ব্যকুল করে দিলেও ব্রত ভঙ্গ করবেন না, গ্রহের নির্দেশ।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): দিনটি আপনার বড়ই শুভ। বড় কোনো বস্তু বা প্রাণির দেখা পেয়ে হঠাৎ ভড়কে গেলেও পরে পাবেন দারুন মজা। আজ মনের খাতায় লিখে ফেলবেন ছন্দহীন কবিতা। মনের কলমের কালি ফুরানোর চিন্তা থাকলেও উপলক্ষ কম থাকবে না। নিজের খাওয়াদাওয়ার প্রতি অধিক যত্নবান হতে হবে। ফেলে রাখা কিছু কাজ আজ করতেই হবে। দূরযাত্রা দারুন আনন্দময়।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): অন্যদিনের থেকে আজকের দিনটি সামান্য ভিন্নরূপে উপস্থিত হবে। বিশেষ কোনো বন্ধুর বিশেষ আকর্ষণ টের পাবে। ভালোবাসার যাত্রাপথে ফুলের ঘ্রাণ তীব্র হবে। কর্মক্ষেত্র আজ নির্জীব মনে হতে পারে। হাতের কাজ গুছিয়ে ওঠার আগেই নতুন কাজের চাপে মাথাও বিগড়ে যেতে পারে। আপন আত্মীয়ের কেউ ছোট্ট দুর্ঘটনার সম্মুখিন হলে আপনাকেই দৌড়াতে হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): হাতে সময় আছে অঢেল, তাহলে চলে যান চিত্রকলা জাদুঘরে। হিজিবিজি সব আঁকিবুকির মধ্যে খুঁজে পেতে পারেন জীবনের আসল ছবিটি। মানুষের কষ্ট-দুঃখ, হাসি-আনন্দ সব কিছুর প্রাণবন্ত উপস্থাপনায় হারিয়ে যাবেন ভাবের জগতে। নতুন কোনো পরিকল্পনা আসবে মনের মাঝে। অর্থ আজ অপ্রয়োজনীয় লাগবে। সামান্য আহারে পাবেন গভীর তৃপ্তি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G