আজ দক্ষিণ এশীয় স্যাটেলাইট ‘জিএসএটি-০৯’ উৎক্ষেপণ

প্রকাশঃ মে ৫, ২০১৭ সময়ঃ ১২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৯ অপরাহ্ণ

অবশেষে উৎক্ষেপণ হতে চলেছে দক্ষিণ এশীয় স্যাটেলাইট ‘জিএসএটি-০৯’। মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশের শীর্ষ নেতারা নিজ নিজ দেশ থেকে একটি ভিডিও কনফারেন্সে যোগ দেবেন মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের পর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এছাড়া ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান ও নেপালের রাষ্ট্রপ্রধানরা তাঁদের দেশ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

মূলত ‘জিএসএটি-০৯’ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এটি তৈরি করেছে। এ স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আরও আন্তরিক হয়ে উঠতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। দুই হাজার ২৩০ কেজি ওজনের স্যাটেলাইটটি নির্মাণ করতে সময় লেগেছে তিন বছর। এই স্যাটেলাইটের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে টেলিযোগাযোগ, টেলিমেডিসিন, টেলিএডুকেশন ছাড়াও অন্যান্য খাতে দ্রুত সেবা প্রদানে অবদান রাখতে পারবে। এমনকি তথ্য-প্রমাণ প্রদানের মাধ্যমে স্যাটেলাইটটি পানি সংরক্ষণ উদ্যোগ, আবহাওয়া বার্তা এবং প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা পাঠাতে সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G