আত্মসমর্পণ করবেন না ডা. জাফরুল্লাহ

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ৯:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

courtআদালত অবমাননার মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও, তিনি আত্মসমর্পণ করবেনা বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম৷

আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ জন নাগরিক বিবৃতি দেন৷ মানবাধিকারকর্মী খুশী কবির পরে বিবৃতি থেকে নাম প্রত্যাহার করে নিলে ১৪ই জানুয়ারি ট্রাইব্যুনাল ৪৯ বিবৃতিদাতার কাছে তাঁদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চায়৷ পরে বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৬ জন বিবৃতিদাতাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় ট্রাইব্যুনাল৷ বাকি ২৩ জনের বিরুদ্ধে গত ১লা এপ্রিল ট্রাইব্যুনাল আদালত অবমাননার রুল দেয়৷ ১০ই জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জাফরুল্লাহকে আদালত অবমাননার দায়ে এক ঘণ্টার জেল এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়৷ অবশ্য অন্য ২২ জন বিশিষ্ট ব্যক্তিকে ক্ষমা করে দেয় আদালত৷

১০ই জুন ট্রাইব্যুনালের কাঠগড়ায় জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা দাড় করিয়ে কারাদণ্ড কার্যকর করা হয়৷ এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানার দেয়ার সময়সীমা বেধে দেয়া হয় ১৬ই জুন পর্যন্ত৷ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলে ৫ই জুলাই পর্যন্ত তা স্থগিতের নির্দেশ দেয়া হয়৷ কিন্তু এই স্থগিতাদেশের মধ্যেই ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জরিমানা না দেয়ার কারণে৷

জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম জানান, ‘‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগেই ৫ই জুলাই পর্যন্ত জরিমানার ওপর স্থগিতাদেশ দিয়েছে৷ এরপরও ট্রাইব্যুনাল কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, তা আমি বুঝতে পারছি না৷

তিনি বলেন, ‘‘জাফরুল্লাহ চৌধুরী ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবে না৷

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G