আনসারুল্লাহ’র নেতা সেলিমকে ধরতে পুরস্কার ঘোষণা

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৬ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

সেলিম নামের এই ব্যক্তির ছবি প্রকাশ করে ধরিয়ে দিতে বা কোনো তথ্য দিতে অনুরোধ করেছে পুলিশ। ছবি : ডিএমপি
সেলিম নামের এই ব্যক্তির ছবি প্রকাশ করে ধরিয়ে দিতে বা কোনো তথ্য দিতে অনুরোধ করেছে পুলিশ। ছবি : ডিএমপি

‘আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা’ সেলিমকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ বুধবার এই পুরস্কার ঘোষণা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ভাষ্যমতে, এই ব্যক্তি বিজ্ঞানবিষয়ক লেখক ড. অভিজিৎ রায় হত্যার অন্যতম পরিকল্পনাকারী, প্রকাশক দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর রহমান বাবু, নাজিম উদ্দিন সামাদ, ইউএস এইড কর্মকর্তা জুলহাজ মান্নান এবং নাট্যকর্মী তনয় হত্যাকাণ্ডের সার্বিক নেতৃত্ব দিয়েছেন।

সেলিম আসল নাম নাও হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ইকবাল, মামুন বা হাদী-২ এসব নামেও তিনি পরিচিত হতে পারেন।

আজ বুধবার দুপুরে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে তথ্য দিলে বা তাকে ধরিয়ে দিতে সহযোগিতা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এজন্য ডিএমপির ফেসবুক পেজে facebook.com/ dmpdhaka এবং হ্যালো সিটি অ্যাপসের মাধ্যমে পুলিশকে তথ্য জানানো যাবে। এ ছাড়া ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ নম্বরগুলোতে যোগাযোগ করেও তথ্য জানানো যাবে।

প্রতিক্ষণ/এডি/এসটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G