আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের জয়

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

bangladeshঅ্যাডিলেডে ইংল্যান্ডকে ১৫ রানে হারালো টাইগাররা।

সুদূর অস্ট্রেলিয়ায় বসে বিশ্বকে বাঘের গর্জন শোনালেন মাশরাফি-মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহ-রুবেলরা; ক্রিকেটের সূতিকাগার ইংল্যান্ডকে হারিয়ে জায়গা করে নিয়েছেন একাদশ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে। আর এই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে ইংলিশদের।

ইংলিশদের বধের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে নিজেদের সক্ষমতার কথা জানান দিলো লাল সবুজের বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশের এমন অর্জনে টাইগারদের নিয়ে বিশ্বের প্রভাবশালী মিডিয়াগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে।

বিশেষ করে ইংল্যান্ডকে হারানোয় ব্রিটিশ মিডিয়াতে ফলাও হয়েছে বাংলাদেশের জয়ের সংবাদটি। এ ছাড়া ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ সারা বিশ্বে জয়গান হচ্ছে টাইগারদের।

বিবিসির ইংরেজি ভার্সনে শিরোনামে লেখা হয়েছে,‘হেরে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায়’। বিবিসির বাংলা ভার্সনের শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ’। অপর এক সংবাদের শিরোনাম করা হয়েছে ‘অ্যাডিলেডে বাঘের গর্জন’। ব্রিটিশ টেবলয়েড ডেইলি মেইলের শিরোনাম ছিল ‘অ্যাডিলেড ওভালে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে ২০১৫ বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের লজ্জার বিদায়’। সংবাদটিতে শোভা পাচ্ছে রুবেল-তাসকিনদের বীরত্বের ছবি। একই ধরনের শিরোনাম করা হয়েছে ডেইলি মিররে।

অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডের হোম পেজে শোভা পাচ্ছে লাল-সবুজ জার্সি গায়ে মাশরাফি-মাহমুদউল্লাহদের উল্লাসের ছবি। যেখানে শিরোনাম করা হয়েছে ‘ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করল বাংলাদেশ’। দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের শিরোনাম করা হয়েছে ‘বিশ্বকাপ ফাইনাল মিস করবে ইংল্যান্ড’। সংবাদটিতে ইংল্যান্ড-বাংলাদেশের ম্যাচের সমীকরণ ও তার ফল উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ নকআউটপর্বে খেলার ইতিহাস গড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন ভার্সনে শিরোনাম করা হয়েছে ‘মাহমুদউল্লাহ-রুবেল মিলে বিশ্বকাপ থেকে বিদায় করেছে ইংল্যান্ডকে।’

ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশের জয় গুরুত্বপূর্ণস্থান করে নিয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে বিদায় করেছে বাংলাদেশ, কোয়ার্টারে প্রতিপক্ষ হতে পারে ভারতের’।

দ্য টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ছিল ‘বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ধুকতে থাকা ইংল্যান্ড।’

এনডিটিভির শিরোনাম করা হয়েছে ‘ইংল্যান্ডকে বিদায় করেছে বাংলাদেশ, সম্ভবত কোয়ার্টারে মুখোমুখি হবে ভারতের’। কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক আনন্দবাজারের শিরোনাম ছিল ‘ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে বাংলাদেশ’।

প্রতিক্ষণ /এডি/হেনা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G