উডসের সঙ্গী রোবট গলফার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ৯:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক

robogolferহাজারো দর্শকের উপস্থিতিতে ১৬৩ গজ দূরের গর্তে সরাসরি বল ফেলে সবাইকে চমকে দিয়েছে রোবট গলফার ‘এলড্রিক’। এর আগে ১৯৯৭ সালে এমনটি করেছিলেন বিশ্বের সেরা গলফার টাইগার উডস। তার এই রেকর্ড ছুঁয়ে ফেলল আরেক গলফার।

টাইগার উডসের সঙ্গে নতুন এ গলফারের পার্থক্য আকাশ-পাতাল। উডস রক্ত-মাংসের মানুষ। অন্যদিকে তার রেকর্ড ছোঁয়া গলফার আর কেউ নয়; একটি রোবট!

এলড্রিক নামের গলফ রোবটটি হাজারো দর্শকের উপস্থিতিতে ১৬৩ গজ দূরের গর্তে সরাসরি বল ফেলে সবাইকে চমকে দিয়েছে।

বিভিন্ন প্রযুক্তি ও গিয়ার পরীক্ষা করার জন্য রোবটটি তৈরি করেছে স্যান ডিয়াগোভিত্তিক প্রতিষ্ঠান গলফ ল্যাবরেটরিস।

নতুন গলফার রোবটটি অন্য রোবটের বিপরীতে কেমন তা পরীক্ষা করতে গলফার ররি ম্যাকলরিকে দিয়েছে প্রতিষ্ঠানটি।

এলড্রিক রোবটটির ডিজাইন করা হয়েছে গলফারদের সুইং করার আদলে। রোবটটি ক্লাব মালিকদের দক্ষ খেলোয়ার তৈরিতে সহযোগিতা করবে বলে এর নির্মাতা মনে করছেন।

গলফ ল্যাবরেটরিস বলছে, এলড্রিক প্রতি ঘণ্টায় শূন্য দশমিক এক থেকে ১২০ মাইল গতিতে বল ছুঁড়তে পারবে।

টাইগার উডসের গড় গতি প্রতি ঘণ্টায় ১১৮ মাইল আর লি ওয়েস্টউডের ১১৬ মাইল।

 

 

প্রতিক্ষণ/ এডি/আস

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G