উড়ন্ত গাড়ি আনছে গুগল

প্রকাশঃ জুন ১১, ২০১৬ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1465618415

যেখানে চালকবিহীন গাড়ি রাস্তায় আনবার কথা থাকলেও এখন পযর্ন্ত তাতে সক্ষম হয়নি গুগল। তবে এ নিয়ে তারা থেমে নেই, পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। এই অবস্থায় শোনা যাচ্ছে, আকাশে উড়তে পারে- এমন গাড়ি বানাচ্ছে সার্চ জায়ান্ট থেকে প্রযুক্তি জায়ান্টে পরিণত হওয়া এই প্রতিষ্ঠান। এবার সেই বিস্ময়েরই ব্যবস্থা করছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ।

এই উড়ন্ত গাড়ি প্রজেক্টের সঙ্গে গুগলের নাম কিন্তু পরোক্ষভাবে জুড়ে রয়েছে। কথাটা স্বীকার না করলেই বরং অন্যায় হবে। গুগল-এর সহ-প্রতিষ্ঠাতা এবং আলফাবেট-এর সিইও ল্যারি পেজ দুটি কোম্পানি খুলেছেন। একটির নাম জি এয়ারো এবং অন্যটি কিটি হক। এই দুই কোম্পানি থেকেই আপাতত তৈরি হচ্ছে উড়ন্ত গাড়ি।

নতুন কোম্পানি দুটি খুব বড় মাপের কিছু না। জি এয়ারোর কর্মীসংখ্যা সব মিলিয়ে ১৫০-র কাছাকাছি! কিটি হক কাজ করছে আরও কম সংখ্যক কর্মী নিয়ে। এই লোকবল আর প্রযুক্তির উপর ভরসা করেই ক্যালিফোর্নিয়ার কাছে কাজ করে যাচ্ছে কোম্পানি দুটি।

কিন্তু, উড়ন্ত গাড়ি কারো চোখে পড়েছে কি? উৎপাদন যখন হচ্ছে, তখন চোখে তো পড়াই উচিত!

একেবারে যে পড়ছে না, এমনটাও কিন্তু নয়। ক্যালিফোর্নিয়ার হোলিস্টার বিমানবন্দরে আসা-যাওয়ার মাঝে জি এয়ারোর একটি উড়ন্ত গাড়ি চোখে পড়েছে যাত্রীদের। সেটা দেখতে ঠিক বড়সড় একটা ড্রোনের মতো! আসনসংখ্যাও মাত্র এক!

আর কিটি হক? তাদের উড়ন্ত গাড়ির মডেলটাও অনেকটা জি এয়ারোর গাড়ির মতোই! তবে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আপাতত গাড়ির মডেল নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করছে সংস্থাটি। সূত্র- ব্লুমবার্গ।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G