এমপি লিটন হত্যা: আটক ৫

প্রকাশঃ জানুয়ারি ৯, ২০১৭ সময়ঃ ১২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

mp-litonগাইবান্ধার প্রয়াত সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ পূর্বাঞ্চলের জামায়াতের আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ এদের আটক করে।

এ নিয়ে মোট ৩২ জনকে এমপি হত্যার জড়িত সন্দেহে আটক করা হয়। ইতোমধ্যে সাতজনকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

গতকাল জামায়াত নেতা ফরিদ আলীসহ ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবীব মাসুদকেও সাত দিনের রিমান্ডে পাঠান আদালত।

গত ৩১ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি লিটনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঐ দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় এমপি লিটন ঘরে বসে টিভি দেখছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক তাঁর বাড়িতে আসে। তারা হেলমেট পরা ছিল। একজন মোটরসাইকেল নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল। অপর দুই যুবক ঘরে ঢুকেই এমপি লিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর তারা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

প্রতিক্ষণ/এডি/রাশ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G