কারুকারের গহনায় নান্দনিকতা

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ অপরাহ্ণ

তাজিন আক্তার, প্রতিক্ষণ ডট কম.

karuhar FRONT

নারীকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে গয়না। তাই নতুন গয়নার প্রতি নারীদের আকর্ষণও কম নয়।

গয়না, হ্যান্ডিক্রাফটস ও শোপিস বিক্রয়কারী প্রতিষ্ঠান কারুকারে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় সব গয়না, হ্যান্ড ব্যাগ এবং শোপিস।

 বাহারি সব গয়নার মাঝে খুঁজে নেওয়ার সুযোগ রয়েছে নিজের পছন্দেরটা।

এখানে পাওয়া যাচ্ছে চামড়ার ও কাপড়ের তৈরি মেয়েদের হ্যান্ড পার্স, সাইড ব্যাগ, ক্লাচ ব্যাগ, ছেলেদের ম্যানিব্যাগ। এছাড়া রয়েছে পিতল, তামা, অক্সিডাইজড, গ্লাস বিট্স, কাঠের তৈরি গহনা সেট, কানের দুল, খোঁপার কাঁটা, হাতের চুঁড়ি ও আংটি ইত্যাদি।

karukar 2

শোপিসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াল হেঙ্গিন, আয়না, কাঠের টেবিল, কুরআন বক্স, জুয়েলারি বক্স, চাবির রিং এবং পিতলের তৈরি বিভিন্ন শো পিস। আছে বিভিন্ন ধরনের স্যান্ডেলও।

নিজেদের তৈরি বিভিন্ন পণ্যর পাশাপাশি ভারত ও চায়নার নানাবিধ পণ্যও পাওয়া যায় কারুকারে।

karukar 3

নতুন পণ্য সর্ম্পকে কারুকারের স্বত্বাধিকারী  বলেন, ‘সামনে আমাদের  পহেলা বৈশাখ। এই উৎসবের কথা মাথায় রেখে আমরা নিজেরা বিভিন্ন ধরনের পণ্য তৈরি করেছি।

যা সব বয়সী মেয়েদের সঙ্গে সহজে মানিয়ে যাবে। আর প্রতিটি পণ্যর দামও একদম হাতের নাগালে।

কারুকারের রিটেইল শাখা রয়েছে ১০৯, ২১১, বেইলী ফিয়েস্তা, ১/২ নিউ বেইলি রোডে। পাইকারি ক্রয়ের জন্য শাখা রয়েছে ২০৮/২১৪/২১৫/২১৬, নিউ সুপার মার্কেট (উত্তর) ব্লক-এ।

তাজিন/প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G