কুমিরের সঙ্গে গৃহবধূর লড়াই

প্রকাশঃ আগস্ট ১, ২০১৫ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

তজমহপপপপপপপ্রতিদিনের মতো খালের ধারে বাসন মাজতে গিয়েছিলেন সাবিত্রী সামাল৷ হঠাৎ করেই তাঁর দিকে ধেয়ে আসতে দেখেন হিংস্র জীবটিকে৷ কিছু ভেবে ওঠার আগেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি কুমির৷ তবে, নিজেকে পানির মধ্যে তলিয়ে যেতে দেখে হাল ছেড়ে দেননি সাবিত্রী সামাল৷লড়েছেন কুমিরটির সঙ্গে।

হিংস্র জন্তুটির সামনে অসহায় আত্মসমর্পণ করেননি সাবিত্রী সামাল৷ নিজের হাতে থাকা খুন্তি দিয়েই পাল্টা আঘাত করেন কুমিরের চোখ এবং কপালে৷ তারপরই কুমিরটি তার মুখের খাবার ফেলে পালিয়ে যায়৷

হাসপাতালের বিছানাতে শুয়ে সেইদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন সাবিত্রী সামাল। তিনি ভারতের ওড়িশার সিনগিরি গ্রামের বছর বাসিন্দা । তার বয়স ৩৭ বছর৷

তবে,  সাবিত্রী সামালই কুমিরের আক্রমনের প্রথম শিকার নন৷ গত কয়েক মাসে জাতীয় উদ্যানের পাশে বিভিন্ন এলাকায় কুমিরের হামলার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ আর ওই মহিলা সহ তাঁদের প্রত্যেকেরই চিকিৎসার খরচের দায়িত্ব নিয়েছে রাজ্য বন দফতর৷

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G