কোথায় হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন?

প্রকাশঃ ডিসেম্বর ৮, ২০২৫ সময়ঃ ৮:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ পূর্বাহ্ণ

একটি উচ্চস্তরের সরকারি কমিটি প্রাথমিকভাবে প্রস্তাব দিয়েছিল, যমুনা এবং হেয়ার রোড-র ২৪ ও ২৫ নম্বর বাংলোবাড়ি — অথবা সংসদ স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী-র নতুন সরকারি বাসভবন হিসেবে গঠন করা যেতে পারে।

কিন্তু শেষ পর্যন্ত সরকার সিদ্ধান্ত নিয়েছে, সংসদ চত্বরে ছাড়পত্র না থাকায় এবং পুরনো নকশা (লুই আই কানের নকশা) লঙ্ঘনের সম্ভাবনা থাকায় স্পিকার/ডেপুটি স্পিকারের বাংলোগুলিকে প্রধানমন্ত্রী ভবন হিসেবে গঠন করা হবে না।

পাশাপাশি, ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে বা ADP-তে (যে পরিকল্পনাভুক্ত প্রকল্পগুলোর তালিকা) এমন কোনো প্রকল্প ধরা হয়নি যা নতুন প্রধানমন্ত্রী-র বাসভবন নির্মাণ অন্তর্ভুক্ত করে।

তাই — বর্তমানে — নতুন প্রধানমন্ত্রীর নতুন সরকারি বাসভবন নির্মাণ শুরু হচ্ছে না; ভবিষ্যতে কোথায় বাসভবন হবে, তা সিদ্ধান্ত দেবে আগামী সরকার।

প্রতিিএডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G