কোন অঙ্গ কতটা বুড়ো? সমাধান দিল চীনা গবেষকদের গবেষণা
মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ কীভাবে বুড়িয়ে যায়, তা নির্ভুলভাবে পরিমাপের জন্য নতুন একটি গাণিতিক মডেল তৈরি করেছেন চীনা গবেষকরা।
শিয়ান জিয়াওতং বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়াং তিয়েলিনের নেতৃত্বে এই মডেলটি তৈরি করা হয়, যা মস্তিষ্কসহ মানুষের ১৩টি গুরুত্বপূর্ণ অঙ্গের বার্ধক্যের মাত্রা আলাদাভাবে মূল্যায়ন করতে সক্ষম।
গবেষকরা জানান, এতদিন বার্ধক্য নিয়ে গবেষণায় পুরো শরীর বা কোনো একটি অঙ্গকে আলাদাভাবে বিশ্লেষণ করা হতো। ফলে বিভিন্ন অঙ্গের বার্ধক্যের পেছনে থাকা ভিন্ন জিনগত প্রক্রিয়া স্পষ্টভাবে বোঝা কঠিন ছিল।
নতুন গবেষণায় জিনোম-ওয়াইড বিশ্লেষণের মাধ্যমে অঙ্গের বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত ১১৯টি জিনগত অবস্থান শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মাত্র ২৭টি জিন একাধিক অঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত, যা প্রমাণ করে যে অঙ্গভেদে বার্ধক্যের প্রক্রিয়া জিনগতভাবে ভিন্ন।
এছাড়া ৫৫৪টি জিনকে সরাসরি অঙ্গের বার্ধক্যঝুঁকির সঙ্গে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষকরা বলছেন, বিভিন্ন জনগোষ্ঠীর ওপর পরীক্ষা করে মডেলটির নির্ভুলতাও প্রমাণিত হয়েছে।
এই গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত হয়েছে।
প্রতি /এডি/শাআ














