খালেদার দুর্নীতি মামলার রায় ১৫ মার্চ

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

2219_56415বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হাইকোর্টের জারি করা রুলের ওপর রায় পিছিয়েছে।

৫ মার্চের আদেশ অনুযায়ী মঙ্গলবার এ মামলার রায় দেওয়ার কথা ছিল।

কিন্তু রোববার রায়ের দিন পুনর্নির্ধারণ করেন আদালত। পরিবর্তিত আদেশ অনুযায়ী ১৫ মার্চ এ মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ মার্চ থেকে এ মামলার রুলের শুনানি শুরু হয়।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুদক। ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ১৬ অক্টোবর হাইকোর্ট এ মামলার কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন।

একই সঙ্গে মামলা দায়ের এবং কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিভিন্ন সময়ে মামলার স্থগিতাদেশের  মেয়াদ বাড়ানো হয়। এ মামলায় স্থায়ী জামিনে রয়েছেন খালেদা জিয়া।

মামলার অভিযোগে বলা হয়, কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G