গুমে সরাসরি জড়িত সেনাদের পক্ষে লড়াই করবেন না আইনজীবী সারোয়ার

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২৫ সময়ঃ ৬:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী এম সারোয়ার হোসেন বলেছেন, কেউ সরাসরি গুমের সঙ্গে যুক্ত থাকলে তিনি আর তাদের পক্ষে আইনি লড়াই চালাবেন না।

এক ফেসবুক পোস্টে সারোয়ার হোসেন জানান, যদি অভিযোগপত্রে প্রমাণিত হয় যে কোনো কর্মকর্তা সরাসরি অপরাধে জড়িত, তবে তিনি আর সেই কর্মকর্তার পক্ষে দাঁড়াবেন না। তিনি বলেন, তার পেশাগত দায়িত্ব ন্যায়বিচার নিশ্চিত করা, এবং তিনি কেবল তাদের পক্ষে থাকবেন যারা নির্দোষ বা যারা সরাসরি অপরাধে জড়িত ছিলেন না।

তিনি নিশ্চিত করেছেন যে তিনি ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) হামিদুল হক-এর পক্ষে লড়াই চালাবেন। সারোয়ার তাদের সততা ও পেশাদারিত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

সেনা আইন সংশোধনের সমালোচনা করে তিনি বলেন, “রায় ঘোষণার আগে বরখাস্ত বা শাস্তির বিধান রাখা মানে বিচারপূর্ব শাস্তি দেওয়া, যা ন্যায্য বিচার প্রক্রিয়া দুর্বল করে এবং অভিযুক্ত কর্মকর্তাদের ন্যায়বিচার বাধাগ্রস্ত করতে পারে।”

এছাড়া বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে সমর্থন জানিয়ে সারোয়ার ২০২৪ সালের জুলাইয়ের বিদ্রোহ ও পরবর্তী রূপান্তরে তার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, কোনো নির্দোষ কর্মকর্তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় শাস্তি দেওয়া উচিত নয়।

সেনা আইন সংশোধনের বিতর্কের মাঝেই এই মন্তব্য করেছেন এম সারোয়ার হোসেন, সতর্ক করে তিনি বলেন, বিচারপূর্ব শাস্তি বজায় থাকলে ভবিষ্যতের সামরিক আদালতের নিরপেক্ষ কার্যক্রমে বাধা সৃষ্টি হতে পারে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G