গোলাকার রানসিবল স্মার্টফোন

প্রকাশঃ জুন ১৬, ২০১৬ সময়ঃ ২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

যযয

প্রথম দেখাতে অপনি হয়তো বুঝতেই পারবেন না, আসলেই এতটুকুন কি মোবাইল ফোন হতে পারে? দেখতে অনেকটা চাকতির মত। তবে বেশ ছোট। হাতের তালুতে অনায়াসে রেখে দেয়া যায়। হ্যাঁ। এটি একটি ফোন। ফোনটির নাম দেয়া হয়েছে রানসিবল।  মনোহ্যাম নামের একটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এই গোলাকার ফোনটির তৈরি করেছে । এটাকে আরেক নামে বলা হচ্ছে এন্টি-স্মার্টফোন।

এই মোবাইলটির বিশেষত্ব হচ্ছে এতে ফোন ও বার্তা আসলেও কোনে নটিফিকেশন দেবে না। রিং টোন বাজিয়ে বিরক্তও করবে না ব্যবহারকারীকে। তবে এর ডিসপ্লে আছে। ডিসপ্লের দিকে তাকিয়ে জানা যাবে ফোন আসছে কিনা। দেখতে আকর্ষণীয় এই ফোনটিতে আছে ক্যামেরাও।

এই ফোনটি মনোহ্যামের নিজস্ব অপারেটিং সিস্টেম চালিত। ফোনটিতে আছে ২.৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৬৪০x৬৪০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ২৫৬ পিক্সেল।

বর্তমানে ফোনটির প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। ফোনটি প্রি-অর্ডার দেয়া যাবে। বেস মডেলের মূল্য ৩৯৯ ডলার। অ্যাডভেঞ্চার মডেলের মূল্য ৪৯৯ ডলার।

এতে ব্যবহার করা হয়েছে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর। র‌্যাম ১ জিবি। এতে অ্যাড্রিনো ৩০৬ জিপিইউ আছে। বিল্টইন মেমোরি ৮ জিবি। মেমোরি বাড়ানোর সুযোগ নেই।

বিশেষত, ফিচার হিসেবে ফোনটিতে আছে অ্যানালক ক্লক, কম্প্যাস, ফটো ভিউয়ার। মোবাইলটিতে ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এটি ব্লুটুথ-ওয়াইফাই নেটওয়ার্ক সমর্থন করে।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G