গ্রিনল্যান্ড কিনতে চায় ট্রাম্প, ডেনমার্কের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া

প্রকাশঃ ডিসেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ১২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৫ অপরাহ্ণ

ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও বিতর্কে জড়াল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ায় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে।

গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, আর এ বিষয়ে ল্যান্ড্রি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবেন।

নিয়োগের পর জেফ ল্যান্ড্রি নিজেও এক বার্তায় জানান, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার লক্ষ্য সামনে রেখে এই দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের। তবে এই ভূমিকার কারণে তার গভর্নরের দায়িত্বে কোনো প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন তিনি।

এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স ল্যোক্কে রাসমুসেন একে “হতাশাজনক” আখ্যা দিয়ে বলেন, ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। তিনি স্পষ্টভাবে জানান, ডেনমার্ক, ফ্যারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ডকে নিয়ে গঠিত রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাই তাদের মূল অবস্থান।

অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেনও দৃঢ় কণ্ঠে বলেন, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণের। বিশেষ দূত নিয়োগে তাদের অবস্থান বদলাবে না বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতায় আগ্রহী, তবে সেটি অবশ্যই পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে হতে হবে।

গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্প প্রশাসনের এই নতুন উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G