চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

প্রকাশঃ নভেম্বর ৫, ২০২৫ সময়ঃ ১০:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ৩ নম্বর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকার পাড়া এলাকায় গণসংযোগ চলাকালে এই হামলা হয়।

মহানগর বিএনপির সহসভাপতি শওকত আজম খাজা বলেন, গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, মনোনয়ন পাওয়ার পর গণসংযোগে অংশ নেন এরশাদ। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত গুলি ছোড়ে। কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—এক যুবক মাটিতে উপুড় হয়ে পড়ে আছেন, তার শরীর থেকে রক্ত ঝরছে। স্থানীয় সূত্র জানায়, ওই যুবক সারওয়ার হোসেন বাবলা নামের একজন স্থানীয় কর্মী।

এভারকেয়ার হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ এরশাদ উল্লাহসহ তিনজনকে সেখানে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সারওয়ারসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই হাসপাতালের সামনে কয়েকশ বিএনপি নেতাকর্মী জড়ো হন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) রইস উদ্দীন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটিকে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার ১৩তম জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। ওই দিন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম–৮ আসনে এরশাদ উল্লাহর প্রার্থিতা নিশ্চিত করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G