চট্টগ্রাম বন্দরে এলইডি টিভি-সিগারেট আটক

প্রকাশঃ মার্চ ৫, ২০১৭ সময়ঃ ১০:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো :

কায়িক পরীক্ষার জন্য খোলা চট্টগ্রাম বন্দরে ছয়টি কন্টেইনারে আমদানি নিষিদ্ধ সিগারেট ও এলইডি টিভি পাওয়া গেছে। রবিবার সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইয়ার্ডে ছয়টি কন্টেইনার শতভাগ কায়িক পরীক্ষার জন্য খোলা হয়।

কাস্টমসে দাখিল করা আইজিএম অনুযায়ী আমদানিকারক উভয় চালানের ক্ষেত্রে ক্যাপিটাল মেশিনারিজ হিসেবে ঘোষণা দিয়েছে। প্রথম চালানের আমদানিকারক ঢাকার খিলক্ষেত এলাকার হেনান অ্যাগ্রো। সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রাবেয়া এন্ড সন্স।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মঈনুল খান প্রক্ষিণকে বলেন, ‘দুটি চালানে ১২টি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে এসেছে। এরমধ্যে নয়টি কন্টেইনারে আমদানি নিষিদ্ধ ও ক্ষতিকর পণ্য রয়েছে এমন তথ্য আমাদের কাছে ছিল। আজকে (রবিবার) আটক ছয় কন্টেইনারের তিনটিতে সিগারেট এবং অন্য তিনটিতে এলইডি টিভি পাওয়া গেছে। বাকি ছয় কন্টেইনারও পরীক্ষা করা হবে।’

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রথম চালানের ৩টি কন্টেইনার গত শুক্রবার (৩ মার্চ) বন্দরে অবতরণ করে। তবে বহির্নোঙরে জাহাজ আসে ২৮ ফেব্রুয়ারি। এই চালানে আরো ৩টি কন্টেইনার রয়েছে। অপর ৬টি কন্টেইনার গত বুধবার বহির্নোঙরে আসে। এখনো বন্দরে নামানো হয়নি। ৬টি কন্টেইনার ল্যান্ড করার আগেই বিশেষভাবে আটক করা হয়েছে। দুটি চালানের ক্ষেত্রেই জাহাজ দুটি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার পোর্ট ক্লাং হয়ে চট্টগ্রম বন্দরে আসে।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G