চবিতে ছাত্রীকে আটকে রাখার অভিযোগ

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ৯:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৪ অপরাহ্ণ

মিনহাজুল ইসলাম তুহিন, চবি প্রতিনিধি:

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কলা অনুষদের ঝুপড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে রিমন শিকদার নামের এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।

ঐ ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চবি ছাত্রফ্রন্টের আহবায়ক ফজলে রাব্বী নামের আরেক ছাত্র। তবে আহত রাব্বীকে চবির মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান চবির পুলিশ ফাড়িঁর ইনচার্জ আকতারুজ্জামান। তিনি বলেন, বিষয়টি জানার সাথে সাথেই দ্রুত ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে এটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ছাত্রী বলেন, দীর্ঘ কয়েক মাস ধরেই রিমন শিকদার নামের ছাত্রলীগের ছেলেটি নানাভাবে হয়রানী করে আসছিল। আমাকে প্রেমের প্রস্তাবও দেয়। এতে কোন ধরণের সাড়া না দেওয়ায় একটি ঝুপড়িকে আটকে রাখার চেষ্টা করে। তবে এ বিষয়ে প্রক্টরকে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

চবির প্রক্টর মো. আলী আজগর বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, এমন ছাত্রলীগের কর্মী আমার সংগঠনের আছে কিনা জানা নেই। জেনে প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G