চবির আবাসিক হল ৯ জুন থেকে বন্ধ

প্রথম প্রকাশঃ জুন ১, ২০১৭ সময়ঃ ৪:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৯ অপরাহ্ণ

মিনহাজ তুহিন, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল আগামী ৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত (২৫ দিন) বন্ধ থাকবে। বন্ধের দিনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও চলবে না।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভৌত অবকাঠামো সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য হল বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ জুন বিকেল সাড়ে ৫টার মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য বলা হয়েছে।

আগামী ৫ জুলাই কক্ষ বরাদ্দ প্রাপ্ত বৈধ শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবাসিক হলে বৈধ শিক্ষার্থীদের কক্ষে রক্ষিত মালামালের বিবরণ ও চাবি আবাসিক হলের অফিস কক্ষে জমা দিতে বলা হয়েছে। আর অবৈধ শিক্ষার্থীদের মালামাল অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে।

৯ জুনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আবাসিক হলে তল্লাশি অভিযান চালাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঐ সময় হলে কেউ অবস্থান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈদের বন্ধের পর ৫ জুলাই সিলগালাকৃত কক্ষে টাকা জমার রশিদ দেখিয়ে প্রশাসনের অনুমতি নিয়ে উঠতে হবে বলেও বিজ্ঞপ্তীতে বলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G