চলে গেলেন সাংবাদিক আলী হায়দার

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৫:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

10410769_1082961598384929_1082584534911220579_nহৃদরোগে আক্রান্ত হয়ে দৈনিক বণিক বার্তার চট্টগ্রাম ব্যুরো প্রধান শেখ আলী হায়দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজউন)। সোমবার দুপুর ২টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৯৭ সালে  তিনি দৈনিক ঈশান পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। ঈশান বন্ধ হয়ে যাবার পর  বেশ কয়েক বছর ধরে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় কাজ করেন তিনি। পরে দৈনিক বণিক বার্তা পত্রিকায় চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। 

সাংবাদিক আলী হায়দারের গ্রামের বাড়ী বাগেরহাট জেলায় হলেও তিনি ছোটকাল থেকে চট্টগ্রাম নগরীতে বড় হয়েছেন। শ্রমিক অধিকার আদায়ের আন্দোলনে তার যথেষ্ট সুনাম ছিল। এছাড়া ভালো বক্তা হিসেবে তার খ্যাতি ছিল। 

গত ১৮ মার্চ থেকে বুকে ব্যাথা অনুভব করায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেরর হৃদরোগ বিভাগে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে গত ২২ মার্চ ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২ টার দিকে তিনি মারা যান। 

মৃত্যুকালে স্কুল শিক্ষিকা স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি। তার বড় মেয়ের জামাতা প্রথম আলো ঢাকা অফিসের প্রতিবেদক ইফতেখার মাহমুদ এবং বড় মেয়ে যমুনা ব্যাংকের কর্মকর্তা। আর ছোট মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী।

 প্রতিক্ষণ/এডি/নীলা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G