চিকেন ললিপপ

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৫ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ পূর্বাহ্ণ

চিকেনবাচ্চাদের তো খাবার নিয়ে বায়নার শেষ নেই, এতো বায়না রাখতে গিয়ে নতুন নতুন রেসিপির পসরা নিয়ে বসতে হয় মায়েদের। তেমনি একটি রেসিপি চিকেন ললিপপ। বিকেলের নাস্তায় গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে আশা করি।

উপকরণ :-

মাংসের কিমা ১/২ কেজি

লেবুর রস ১/২ টেবিল চামচ

                                                                    টোস্টের গুড়া প্রয়োজনমতো

                                                                    সয়াসস ১ টেবিল চামচ

                                                                      লবন স্বাদ মতো

বে11271115_410438355795188_1614779505_nকিং পাউডার ১/২ চা চামচ

গোল মরিচের গুড়া ১ চা চামচ 

স্বাদ লবন ১/২ চা চামচ 

আদা বাটা ১/২ চা চামচ

রসুন বাটা ১/২ চা চামচ

মরিচ গুড়া ১/২ চা চামচ

ডিম ১ টি 11287177_410437349128622_800159030_n

কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ

পাপরিকা ১ চা চামচ [না দিলেও চলবে] 

ময়দা ১ টেবিল চামচ 

তেল ভাজার জন্য

           পরিস্কার কাঠি/মুরগীর হাড়ঃ প্রয়োজনমতো

 

                                               প্রণালী:-11281867_410438149128542_1808413613_n

ডিম,তেল,টোস্টের গুড়া বাদে সব উপকরন কিমার সাথে ভালোভাবে মাখাতে হবে। মাখানো কিমা গোল বলের আকারে বানিয়ে ফেটানো ডিমে চুবিয়ে টোস্টের গুড়ায় গড়িয়ে নিতে হবে। সব বানানো হয়ে গেলে কাঠি অথবা হাড়ে গেথে ১৫/২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ডুবো তেলে বাদামী করে ভেজে সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

 
 
প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G