চুয়েটে পিএমই ডে পালিত

প্রথম প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

cuetচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের উদ্যোগে আজ ‘পিএমই ডে ২০১৫’ পালিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বুয়েটের পিএমআরই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ তামিম বলেন, দেশে পেট্রোলিয়াম খাতের জনশক্তি তৈরি হওয়ায় বিদেশী কোম্পানী নির্ভরতা কমে যাবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম এবং যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বদিউস সালাম।

cuet1অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। স্বাগত বক্তব্য রাখেন পিএমই ডে ২০১৫-এর আহ্বায়ক ও পিএমই বিভাগের প্রভাষক জনাব তারেক-উজ-জামান।

এছাড়া বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম এবং টোটালগ্যাস বাংলাদেশ এর মহাব্যবস্থাপক (অপারেশন) মোঃ সবুর হোসাইন প্রমূখ।

অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল আনন্দ র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, নবীণ বরণ, বিদায় অনুষ্ঠান, ফায়ার ওয়ার্কস, সাংস্কৃতিক সন্ধ্যা।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G