চুয়েটে মুক্তিযোদ্ধাদের সম্মানে বৃক্ষরোপন

প্রথম প্রকাশঃ মে ২৫, ২০১৭ সময়ঃ ৪:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবেশ সচেতনতামূলক সংগঠন ‘গ্রিন ফর পিস’ এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ লক্ষ বৃক্ষরোপণের উদ্দেশ্যে ‘মুক্তিবৃক্ষ’ নামে একটি সবুজায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে দিনব্যাপী ‘মুক্তিবৃক্ষ’ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এরপর তিনি চুয়েট অডিটরিয়ামে ‘গ্রিন চিত্র প্রদর্শনী’ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, চুয়েট গ্রিন ফর পিস-এর মডারেটর অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক প্রমুখ।

এ বিষয়ে রিয়াজ আকতার মল্লিক বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ লক্ষ বৃক্ষরোপণের উদ্দেশ্যে একটি সবুজায়ন কার্যক্রম হচ্ছে ’মুক্তিবৃক্ষ’। সকল মুক্তিকামী মানুষের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাদের জীবনের কল্যাণকর্মকে সদাজাগ্রত ও ক্রিয়াশীল রাখাই এ অভিযানের মূলমন্ত্র। এই কর্মসূচীর আওতায় রোপণ করা প্রতিটি চারা ’মুক্তিবৃক্ষ’ হিসেবে অভিহিত হবে। রোপিত চারাগাছ ’জীবন স্থাপত্য’ হিসেবে বিবেচিত ও সংরক্ষিত হবে। ভবিষ্যতে এই চারাগুলি বৃক্ষের রূপ ধারণ করে একইসাথে চেতনা ও পরিবেশের দূষণ থেকে আমাদের রক্ষা করতে নিরবচ্ছিন্ন ভূমিকা রাখবে। প্রচলিত স্মৃতিস্তম্ভের মত এই জীবন্ত স্থাপত্যের প্রতি সবার সজাগ দৃষ্টি থাকবে চেতনাগত কারণে। তাই এর সংরক্ষণ প্রক্রিয়া হবে সার্বজনীন। ফলে ’মুক্তিবৃক্ষ’ অতীত-বর্তমান-ভবিষ্যতের যোগসূত্র হিসেবে আমাদের বংশধরদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা প্রবাহমান রাখবে। এই উদ্যোগে সাড়া দিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন একাত্মতা ঘোষণা করেছে।’

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G