জাবিতে বায়োটেকনোলজি গ্রাজুয়েটদের ১ম কংগ্রেস

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৭ সময়ঃ ১১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ অপরাহ্ণ

আদীব মুমিন আরিফ, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি গ্রাজুয়েট এ্যাসোসিয়েশনের গ্রাজুয়েটদের ১ম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ বায়োটেকনোলজি গ্রাজুয়েট এ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘সরকার বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। নবীন বায়োটেকনোলজির গ্রাজুয়েটগণ জীবপ্রযুক্তির গবেষণায় সফলতা অর্জনের মাধ্যমে দেশকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বায়োটেকনোলজির গ্রাজুয়েটগণ দেশে সবুজ বিপ্লব ঘটাতে পারে।’

১ম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘কংগ্রেসে অংশগ্রহণকারী নবীন-প্রবীন গ্রাজুয়েটগণের অভিজ্ঞতা বিনিময়ে বায়োটেকনোলজির বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ, বিভাগীয় সভাপতি ড. শাহেদুর রহমান, জীবপ্রযুক্তির গবেষক ড. আবেদ চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন সেশনে বায়োটেকনোলজির গ্রাজুয়েটগণ তাদের নতুন নতুন ধারণা তুলে ধরেন। এরপর সন্ধ্যায় শিরোনামহীনের কনসার্টের মধ্য দিয়ে ১ম কংগ্রের সমাপ্তি ঘটবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G