জাবিতে রক্তদান কর্মসূচি

প্রথম প্রকাশঃ আগস্ট ৩, ২০১৫ সময়ঃ ৫:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিবেদক

রক্তদানজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি ) আওয়ামী পরিবারের আয়োজনে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে সোমবার সকালে সমাজবিজ্ঞান অনুষদ চত্ত্বরে । বেলা ১১টায় এ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পরিবারের সভাপতি অধ্যাপক ড. আমির হোসেন।
এদিকে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজের পশ্চিম পার্শ্বে ধুপ গাছের চারা রোপণ করা হয়।

বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ।

প্রতিক্ষণ / এডি / সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G