তহিদুল ইসলাম (জাবি প্রতিনিধি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থী।
গতকাল রাত দশটার দিকে মীর মশাররফ হোসেন হলের গণরুমে এ ঘটনা ঘটে।
জানা যায়, জুনিয়র ছাত্রলীগ কর্মীদের (৪৪ তম আবর্তন) হাতে র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন রসায়ন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম অনিক। পরে তাকে বিশ্ববিধ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে মীর মশাররফ হোসেন হলের ৪৪ তম আবর্তনের জুনিয়র ছাত্রলীগ কর্মীরা গণরুমে প্রবেশ করে। এক পর্যায়ে তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে এ সময় ঐ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
জাবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক এম ই রশিদ লিটু বলেন এবং ডা. শাহ মো. এজাজুল হক বলেন, ‘সাইনোসাইটিসের সমস্যা থাকার কারণে এ রকম হয়েছে। এখন অবস্থা ভালো।’
মীর মোশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, ‘ঐ শিক্ষার্থী আগে থেকেই অসুস্থ ছিল। এখানে এসে স্যাঁতসেতে পরিবেশে একটু সমস্যা হয়েছে। আমার হলে র্যাগিংয়ের কোন ঘটেনি আর ঘটবেও না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি