শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন? 

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০২৫ সময়ঃ ১২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

শীতের সময় বাইরের তাপমাত্রা কমে যাওয়ায় রেফ্রিজারেটর স্বাভাবিকের তুলনায় আরও ঠান্ডা হয়ে থাকে। অনেকেই গ্রীষ্মে যেমন কুলিং সেটিং ব্যবহার করেন, শীতেও সেইভাবেই ফ্রিজ চালান। ফলে খাবার অতিরিক্ত ঠান্ডা হয়ে জমে যেতে পারে এবং বিদ্যুৎ খরচও বাড়ে। তাই ঋতুভেদে ফ্রিজের তাপমাত্রা ঠিক রাখা খুব জরুরি।

শীতে কোন তাপমাত্রা সবচেয়ে উপযুক্ত?

বিশেষজ্ঞদের মতে, শীতকালে রেফ্রিজারেটরের তাপমাত্রা ২–৩ ডিগ্রি বা ৩–৪ ডিগ্রি সেলসিয়াস রাখা সবচেয়ে উপযোগী।
এতে—

খাবার দীর্ঘসময় তাজা থাকে,

জমে যাওয়ার ঝুঁকি কমে,

অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হয় না।

আধুনিক রেফ্রিজারেটরে ১ থেকে ৭ পর্যন্ত ডায়াল বা ডিজিটাল কন্ট্রোল থাকে—সংখ্যা যত বড়, ঠান্ডা তত বেশি।
গরমকালে সাধারণত ৪ বা ৫-এ রাখতে হয়, কিন্তু শীতে ২ বা ৩ যথেষ্ট।
ডিজিটাল ফ্রিজ হলে সরাসরি ৩–৪°C সেট করাই ভালো।

কেন শীতে কম কুলিং সেটিং দরকার?

শীতের পরিবেশে স্বাভাবিকভাবেই তাপমাত্রা কম থাকে। ফলে—

কম্প্রেসার কম কাজ করে

খাবার অতিরিক্ত ঠান্ডা হয়ে নষ্ট হয় না

বিদ্যুৎ সাশ্রয় হয়

ফ্রিজের আয়ু বাড়ে

ফ্রিজ ভালো রাখার অতিরিক্ত টিপস

১. নিয়মিত ডিফ্রস্ট করুন
সিঙ্গেল-ডোর বা ডাইরেক্ট-কুলড ফ্রিজে প্রতি ১৫–২০ দিনে একবার ডিফ্রস্ট করা প্রয়োজন। বরফ জমে থাকলে ঠান্ডা স্বাভাবিকভাবে ছড়াতে পারে না।

২. সঠিক লোড বজায় রাখুন
ফ্রিজ খুব বেশি ভর্তি রাখা বা একদম ফাঁকা রাখা—দুটিই সমস্যার। মাঝামাঝি পরিমাণে খাবার রাখা সবচেয়ে ভালো।

৩. দরজা কম খুলুন
দরজা বারবার খুললে ঠান্ডা বেরিয়ে যায় এবং কম্প্রেসার অতিরিক্ত কাজ করতে হয়, ফলে বিদ্যুৎ খরচ বাড়ে।

৪. মাঝে মাঝে বিশ্রাম দিন
সপ্তাহে কয়েক ঘণ্টা ফ্রিজ বন্ধ রাখলে কম্প্রেসার স্বাভাবিকভাবে রিল্যাক্স করার সুযোগ পায় এবং আরও কার্যকরভাবে কাজ করে।

শীতকালে ফ্রিজের তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে খাবার তাজা থাকে, বিদ্যুৎ সাশ্রয় হয় এবং রেফ্রিজারেটরের আয়ুও উল্লেখযোগ্যভাবে বাড়ে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G