প্রতিক্ষণ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘জামায়াতে যোগ দিচ্ছেন খালেদ মাসুদ পাইলট’—এমন খবরকে ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট।
বুধবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও এসব খবরে জামায়াতে ইসলামের কোনো বক্তব্য বা পাইলটের আনুষ্ঠানিক মন্তব্য ছিল না।
জাগো নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় পাইলট বলেন, তিনি সম্পূর্ণভাবে খেলাধুলার মানুষ এবং রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা নেই।
তিনি বলেন,
“আমি ক্রীড়া পরিবারের সন্তান। দীর্ঘদিন জাতীয় দলে খেলেছি, অধিনায়কত্ব করেছি। এখন বিসিবি পরিচালক হিসেবে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করছি। সব রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি, তবে কোনো রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসে না। রাজনীতি নিয়ে ভাবছিও না।”
পাইলট আরও জানান, তার সার্বক্ষণিক মনোযোগ এখন ক্রিকেটের উন্নয়ন নিয়ে—
“ক্রিকেটকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, সেটাই আমার প্রধান চিন্তা। তাই রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই।”
বিসিবির বাইরের কোনো অনুষ্ঠানে অংশ নিলে সেটাকে রাজনৈতিক পরিচয় হিসেবে না দেখার আহ্বানও জানিয়েছেন তিনি।
“সামাজিক বা ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতেই পারি। আগামীকালও একটি খেলাধুলার আয়োজন আছে। সেগুলো দেখে কেউ রাজনৈতিকভাবে ব্যাখ্যা দিলে আমার কিছু করার নেই,”—যোগ করেন পাইলট।