তাইওয়ানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
৫৮ যাত্রী নিয়ে তাইওয়ানের ট্রান্সএশিয়ার একটি যাত্রীবাহী বিমান তাইপের একটি নদীতে বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় সকাল ৯ টা) তাইওয়ানের রাজধানী তাইপের কিলাং নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। খবর- বিবিসি, এএফপি
বিধ্বস্ত বিমানের ৯ যাত্রী নিহত ও ১৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। বিমানটির ভেতরে অনেক যাত্রী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। বিমানের আরোহীদের উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) বরাত দিয়ে বিবিসি জানায়, এটিআর-৭২ নামের বিমানটি তাইপের সংশান বিমানবন্দর থেকে কিনমেনের উদ্দেশে যাচ্ছিল।
বিমান বিধ্বস্তের কারণ এখনো পরিষ্কার নয়। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্তের আগে একটি সেতুতে ধাক্কা লাগে।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে খারাপ আবহাওয়ার কারণে ট্রান্সএশিয়া এয়াররাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫৮ যাত্রী মারা যান।
https://www.youtube.com/watch?v=6BIsUCQEv_8
প্রতিক্ষণ /এডি/কেয়া














