প্রতিক্ষণ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন।
রোববার সকালে উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ সম্পাদকীয় ও সদস্য পদে নির্বাচিত অন্যান্য প্রতিনিধিরা।
সভা শেষে সংবাদ সম্মেলনে ভিপি সাদিক কায়েম বলেন, “আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করবেন, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব। এ নির্বাচনে কেউ হারেননি, সবাই মিলে একসঙ্গে কাজ করব। শিগগিরই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।”
এবারের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছেন। বাকি পাঁচটির মধ্যে চারটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এবং একটি পদে বিজয়ী হয়েছেন বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’-এর প্রার্থী হেমা চাকমা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত ২৩টি সক্রিয় ছাত্রসংগঠনের মধ্যে ছাত্রশিবির ছাড়া অন্য কোনো সংগঠন কেন্দ্রীয় সংসদে কোনো পদে জয়ী হতে পারেনি।