ঢাবিতে শিক্ষকের বিরুদ্ধে অপর শিক্ষকের ৫৭ ধারায় মামলা

প্রথম প্রকাশঃ জুলাই ১৩, ২০১৭ সময়ঃ ১০:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৩ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপবাদের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন আরেক শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদকে নিয়ে বিভাগের শিক্ষার্থীদের ফেইসবুক গ্রুপে মিথ্যা অপবাদের অভিযোগে একই বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হকের বিরুদ্ধে এ মামলা করেন।

বুধবার অধ্যাপক মনসুর বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলাটি এজাহারভুক্ত করেন শাহবাগ থানার ওসি (ওসি) আবুল হাসেন। মামলা নম্বর ১৫।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমএসএস ২০১৬ ৬ষ্ঠ ব্যাচের ফেইসবুক গ্রুপে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফাহমিদুল হক তার ফেইসবুক আইডি হতে আমাকে উদ্দেশ্য করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। ওই গ্রুপটিতে ৬৯ জন সদস্য থাকায় তাদের নিকট আমার মান সম্মানের হানি ঘটেছে। এছাড়া অফিসের কিছু গোপন তথ্য তার পোস্টের মাধ্যমে প্রকাশ পেয়েছে। যা সম্পূর্ণ বেআইনি ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’

মানহানির অভিযোগের বিষয়ে অবহিত করা হলে অধ্যাপক ফাহমিদুল হক বলেন, মানহানি হলে তার হতেই পারে, আমি যা লিখেছি তা সুস্থ জ্ঞানেই লিখেছি। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। এটি যেহেতু একটি আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়াই এটির মোকাবেলা করব।

মামলার বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G