‘দেশে পত্রিকা ১৯৬৭, স্যাটেলাইট টিভি ৩১টি’

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০০ অপরাহ্ণ

সংসদ প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

newspapers tvবর্তমানে দেশে পত্রিকার সংখ্যা এক হাজার ১৯৬৭টি। এরমধ্যে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা ৫০৪টি।

রোববার সংসদে সরকারি দলের সদস্য এম এ মালেকের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রচার সংখ্যার দিক থেকে মিডিয়া তালিকাভুক্ত সর্বাধিক প্রকাশিত পত্রিকার মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। এর পরের অবস্থানে রয়েছে প্রথম আলো, কালের কণ্ঠ, আমাদের সময়, যুগান্তর, ইত্তেফাক, জনকণ্ঠ, সমকাল, মানবকণ্ঠ ও আলোকিত বাংলাদেশ।

সরকারি দলের ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতে ৩১টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ২৪টি এফএম বেতার কেন্দ্র এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দিয়েছে। বর্তমানে বাংলাদেশে পূর্বের অনুমোদনসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের সংখ্যা ৪১টি, এফএম বেতার কেন্দ্রের সংখ্যা ২৮টি এবং বর্তমান সরকার কর্তৃক অনুমোদনকৃত কমিউনিটি রেডিও’র সংখ্যা ৩২টি।

প্রতিক্ষণ/এডি/মেজবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G