করোনা মোকাবেলায় ক্লান্ত নেদারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

প্রকাশঃ মার্চ ২০, ২০২০ সময়ঃ ৩:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় নেদারল্যান্ডস সরকারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া দেশটির স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস পদত্যাগ করেছেন।

পার্লামেন্টে কভিড-১৯ নিয়ে বিতর্কের মধ্যে অচেতন হয়ে পড়ার পরদিনই তিনি দায়িত্ব ছেড়ে দিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৫৬ বছর বয়সী এ রাজনীতিবিদ পরে জানান, কয়েক সপ্তাহের টানা কাজের ক্লান্তির কারণেই তিনি বুধবার প্রশ্নোত্তর পর্বের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে জানান, ব্রুইনসের সেরে উঠতে কত সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তার কারণেই স্বাস্থ্য মন্ত্রী পদ ছেড়ে দিয়েছেন।

“সংকটের প্রকৃতিই এমন, যা মোকাবেলায় পূর্ণদ্যমে কাজ করবে এমন একজন মন্ত্রীই দরকার,” টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে রুটেকে এমনটাই বলতে শোনা গেছে।

বুধবার সোশাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে ব্রুইনস অবশ্য ফের করোনাভাইরাস মোকাবেলায় সরকারি কাজে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

“কয়েক সপ্তাহের টানা কাজ ও ক্লান্তির কারণে আমি অচেতন হয়ে পড়েছিলাম। এখন আমরা অনেকটাই ভালো লাগছে। বাসায় গিয়ে আজ রাতে বিশ্রাম নেবো, যেন কাল থেকে ফের করোনা সংকট মোকাবেলায় নিজের সেরাটা দিতে পারি,” বলেছিলেন তিনি।

বৃহস্পতিবার তার পদত্যাগের খবর দেয় নেদারল্যান্ডসের গণমাধ্যম।

নতুন কাউকে দায়িত্ব দেয়ার আগ পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী উগো দে জঙ্গেই স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব সামলাবেন বলে দেশটির সরকার পরে জানিয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত নেদারল্যান্ডসে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ২৬০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ (আরআইভিএম)।

মৃতের সংখ্যা পৌঁছেছে ৭৬-এ; মৃতদের প্রায় সবারই বয়স ৬৩ থেকে ৯৫ এর মধ্যে বলেও আরআইভিএম জানিয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় সরকার স্কুল-কলেজ, রেস্তোরাঁ বন্ধসহ জনসমাগম হয় এমন স্থানগুলোর ওপর বিধিনিষেধের আরোপের পথে হাঁটছে বলে বৃহস্পতিবার দে জঙ্গে জানিয়েছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G