‘দ্য ওয়্যার’-খ্যাত অভিনেতা জেমস রানসোন আর নেই

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২২, ২০২৫ সময়ঃ ১০:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩২ অপরাহ্ণ

জনপ্রিয় মার্কিন টেলিভিশন ড্রামা সিরিজ দ্য ওয়্যার-এর অভিনেতা জেমস রানসোন মারা গেছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৬ বছর।

হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, অভিনেতা আত্মহত্যা করেছেন।

এইচবিও প্রযোজিত দ্য ওয়্যার সিরিজের দ্বিতীয় মৌসুমে ‘জিগি সোবোটকা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান জেমস রানসোন। সিরিজটির নির্মাতা ডেভিড সাইমনের আরেক আলোচিত কাজ জেনারেশন কিল-এও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

সাম্প্রতিক সময়ে স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হরর চলচ্চিত্র ইট: চ্যাপ্টার টু-তে এডি কাস্পব্রাক চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি।

তার মৃত্যুতে হলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G