নতুন পরিবর্তন নিয়ে আসছে ফেসবুক
মেটা (ফেসবুক) দীর্ঘদিন মেটাভার্সে জোর দিলেও এখন মূল ফেসবুক অ্যাপকে নতুনভাবে সাজিয়ে বিশেষ করে জেন-জেড ধরে রাখার দিকে ফিরছে। যুক্তরাষ্ট্রসহ কিছু বাজারে ইউজার গ্রোথ থমকে গেছে এবং তরুণ ব্যবহারকারী কমছে—এ কারণেই এই পরিবর্তন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো
• Marketplace সামনে আনা হচ্ছে: এতদিন ‘More’ মেন্যুর ভেতরে লুকানো ছিল। এখন খুব দ্রুতই অ্যাপের নিচের নেভিগেশন বারেই Marketplace দেখা যাবে।
• নেভিগেশন বার রি-অ্যারেঞ্জ: Marketplace-এর পাশে থাকবে Reels ও Friends-সংক্রান্ত অপশন। Profile ট্যাব আগের মতোই থাকবে, চাইলে ইউজার কাস্টমাইজও করতে পারবেন।
• ছবি দেখার অভিজ্ঞতা ইনস্টাগ্রাম-স্টাইল: ছবিতে ডাবল-ট্যাপ করে লাইক, ছবি একই ধরনের গ্রিডে সাজানো, ক্লিক করলে ফুল-স্ক্রিন ভিউ।
• সার্চে উন্নতি: আরও ইন্টার্যাকটিভ গ্রিড ডিজাইন এবং ছবি/ভিডিওর জন্য ফুল-স্ক্রিন ভিউয়ার—যাতে সার্চ রেজাল্ট না হারিয়ে কনটেন্ট দেখা যায়।
• স্টোরি/পোস্ট বানানো সহজ: মিউজিক যোগ, বন্ধু ট্যাগ—টুলগুলো সামনে আনা হচ্ছে। Audience selection ও cross-posting সেটিংস আরও স্পষ্ট হবে।
• কমেন্টে নতুন সুবিধা: রিপ্লাই সহজ, ব্যাজ বেশি দৃশ্যমান, পিনিং টুল, ক্রিয়েটর/গ্রুপ অ্যাডমিনদের জন্য উন্নত মডারেশন; বিরক্তিকর কমেন্ট অ্যানোনিমাসভাবে রিপোর্ট করা যাবে।
• ফিড আরও পার্সোনালাইজড: কোনো পোস্ট অপছন্দ হলে কারণ জানানো যাবে—এর ভিত্তিতে ফিড আরও ব্যক্তিগতকৃত হবে।
• বন্ধুত্ব-কেন্দ্রিক ফিরে আসা: প্রোফাইলে আগ্রহ, শখ, ভ্রমণ তথ্য ইত্যাদি যোগ করে মিল থাকা মানুষের সাথে কানেকশন বাড়ানো লক্ষ্য।
প্রতি/ এডি/ শাআ












