নির্বাচন অফিসের সামনে ইউপি চেয়ারম্যানকে গুলি
নড়াইলের দীঘিনালা ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লতিফুর রহমান পলাশ দুপুরে লোহাগড়া নির্বাচন অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেলযোগে দুজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিক্ষণ/এডি/শাআ












