নৌবাহিনীর জাহাজ ২১ নভেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০২৫ সময়ঃ ৬:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর নৌবাহিনীর জাহাজ সাধারণ মানুষ পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

রোববার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। এদিন ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচিও অনুষ্ঠিত হবে। প্রধান সড়কগুলোতে (শহিদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত) সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত সাধারণ যান চলাচল সীমিত থাকবে।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

পরিদর্শনের স্থানসমূহ:

ঢাকা: সদরঘাট

চট্টগ্রাম: নেভাল বার্থ বা বিএন আরআরবি

খুলনা: নেভাল বার্থ বা রকেট ঘাঁট, মোংলা বন্দর

বরিশাল: বিআইডব্লিউটিএ ঘাট

চাঁদপুর: বিআইডব্লিউটিএ ঘাট

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G