পদপিষ্টের ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন থালাপতি বিজয়

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫ সময়ঃ ৭:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় সমাবেশে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। নিহতদের মধ্যে রয়েছেন ১০ শিশু ও ১৭ নারী। আহত হয়েছেন অন্তত ৪৬ জন, যাদের মধ্যে আটজন শিশু।

শনিবার রাতে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে লিখেছেন, পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের জন্য অনুমতি নেওয়া হয়েছিল প্রায় ৩০ হাজার মানুষের, কিন্তু উপস্থিত হয়েছিলেন দ্বিগুণ। নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর বিজয় মঞ্চে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বক্তৃতা শুরুর কিছুক্ষণের মধ্যেই পদদলনের ঘটনা ঘটে।

অতিরিক্ত ভিড়ে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। আহতদের উদ্ধারকাজে অ্যাম্বুলেন্স পৌঁছাতে ব্যাপক বেগ পেতে হয়। পুলিশ জানায়, গুরুতর আহতদের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের অধিকাংশই বিজয়ের রাজনৈতিক দলের সমর্থক।

ঘটনার পর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন। অন্যদিকে ক্ষমতাসীন দল ডিএমকে বিজয়ের দলকে অবহেলার জন্য দায়ী করে তার গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G