পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৫ জঙ্গি নিহত
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে সোমবার মার্কিন ড্রোন হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়েছে। গত বছর ইসলামাবাদ সেখানে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান।
উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের একটি কম্পাউন্ড লক্ষ্য করে চালকবিহীন এ বিমান হামলা চালানো হয়। উল্লেখ্য, এলাকাটি আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের একটি শক্তিশালী ঘাঁটি।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ড্রোন হামলায় জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে যে, ওয়াশিংটন ও ইসলামাবাদ তাদের সামরিক প্রচেষ্টায় সমন্বয় করছে ।
এদিকে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন হওয়ায় এসব হামলার ঘটনায় সরকারিভাবে নিন্দা জানায়।
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা এএফপিকে বলেন, ‘শাওয়ালের পার্শ্ববর্তী শাহি খেলে একটি কম্পাউন্ডে মার্কিন ড্রোন থেকে নিক্ষিপ্ত দু’টি













