পাথরঘাটায় হরিণ ধরা ফাঁদ

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৯:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

bargunaবরগুনার পাথরঘাটায় মুন্সির ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে হরিণ ধরার প্রায় ১০ হাজার ফাঁদসহ দুই শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের আ. ছালামের ছেলে মো. লিটন মিয়া ও একই গ্রামের আলতাফ আকনের ছেলে আ. মজিদ আকন। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস. এ রউফ বলেন, সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার জন্য একটি ট্রলারসহ শিকারিরা সঙ্গবদ্ধ হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিরহাট ব্রিজের নিচ থেকে নামবিহীন একটি ট্রলারসহ দুই শিকারিকে আটক করা হয়।

পরে ঐ ট্রলার থেকে ১১ বান্ডিলে প্রায় ১০ হাজার হরিণ ধরা ফাঁদ জব্দ করা হয়। জব্দকৃত ফাঁদ ও আটক দুইজনকে পাথরঘাটা বনবিভাগে হস্তান্তর এবং বণ্যপ্রাণী আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G