পিআর আন্দোলন ছিল জামায়াতের রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

প্রকাশঃ অক্টোবর ১৯, ২০২৫ সময়ঃ ৬:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী যে তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলনের কথা বলেছে, সেটি মূলত একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়।

রোববার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনগণের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রকৃত ইস্যু থেকে জাতীয় সংলাপ ও ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেয়ার জন্যই এই ‘পিআর আন্দোলন’ সাজানো হয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, “ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি ছিল সাংবিধানিক সুরক্ষার অংশ। আমরা চেয়েছিলাম এই মৌলিক সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে। কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা বিষয়টি হাইজ্যাক করে এটিকে শুধু ‘পিআর ইস্যুতে’ সীমাবদ্ধ করে ফেলেছে।”

তিনি আরও অভিযোগ করেন, জামায়াত এই আন্দোলনকে দলীয় স্বার্থে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের লক্ষ্য ছিল না সংস্কার, বরং রাজনৈতিক কৌশলের মাধ্যমে অনুপ্রবেশ ঘটানো।

নাহিদ লেখেন, জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে বা পরে কখনো সংস্কার আলোচনায় অংশ নেয়নি। তারা কোনো বাস্তব প্রস্তাব দেয়নি, সাংবিধানিক অবস্থান নেয়নি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো দায়বদ্ধতাও দেখায়নি।

তার ভাষায়, “ঐকমত্য কমিশনের প্রতি তাদের হঠাৎ সমর্থন ছিল কেবল কৌশলগত অনুপ্রবেশ—সংস্কারবাদের মুখোশে রাজনৈতিক নাশকতা।”

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এখন প্রতারকদের চেনে, তারা আর কোনো ভণ্ড সংস্কারবাদী বা সুবিধাবাদী গোষ্ঠীর দ্বারা প্রতারিত হবে না। সর্বশক্তিমান কিংবা জনগণ—কেউই নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে আর শাসনের সুযোগ দেবে না।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G