পুলিশের ওপর ককটেল ছোড়া হলে গুলি চালানোর নির্দেশ ডিএমপি কমিশনারের
প্রতিক্ষণ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ককটেল নিক্ষেপ বা বাসে আগুন দিয়ে প্রাণহানির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিকেলে বেতার বার্তায় তিনি এই নির্দেশ দেন বলে ডিএমপির অপরাধ বিভাগের তিনজন কর্মকর্তা জানিয়েছেন। তবে তারা নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন।
বিষয়টি জানতে চাইলে ডিএমপি কমিশনার সরাসরি বলেন, “ওয়্যারলেসে বলেছি—যে কেউ বাসে আগুন দিলে বা ককটেল ছুড়ে জীবননাশের চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।”
তিনি দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারার কথা উল্লেখ করে বলেন, এসব ধারা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারকে আইনসিদ্ধ বলে স্বীকৃতি দেয়। ওই ধারা অনুযায়ী ব্যক্তিগত প্রতিরক্ষার প্রয়োগকালে গৃহীত পদক্ষেপ অপরাধ হিসেবে গণ্য হয় না।
এ নির্দেশ এমন সময় এল, যখন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটছে। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতার সঙ্গে যুক্ত।
এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ওয়্যারলেস বার্তায় অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র গুলি করে হত্যা করার নির্দেশ দেন। তাঁর ‘ব্রাশফায়ার’ নির্দেশনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই বার্তায় তিনি বলেন, অস্ত্রধারীরা চট্টগ্রামকে অন্ধকারের যুগে ফিরিয়ে নিতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। সিএমপি সূত্র জানায়, কমিশনারের নির্দেশে পুলিশ সদস্যদের এসএমজি ‘ব্রাশফায়ার মোডে’ প্রস্তুত রাখতে বলা হয়েছে।
সাম্প্রতিক নাশকতামূলক ঘটনার প্রেক্ষাপটে পুলিশের দুই মহানগর প্রধানের এই কঠোর নির্দেশনা আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।












