পৌর কাউন্সিলরের অভিনব প্রতিবাদ
জেলা প্রতিবেদক
সারাদেশের মত নাটোর জেলাতেও শুরু হয়েছে রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটকের অভিযান।
আর মোটরসাইকেলের মালিকরাও রেজিষ্ট্রেশন করতে ছুটছেন স্থানীয় বিআরটিএ অফিসে। আর মোটরসাইকেলের মালিকরাও জিম্মি হয়ে পড়েছেন এই অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের হাতে।
সরকারী ফী এর কোন তোয়াক্কা না করেই প্রতি মোটরসাইকেলে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছেন সংশ্লিষ্ট বিভাগ। আর অতিরিক্ত অর্থ গ্রহনের এই বিষয়টির ব্যাতিক্রমী প্রতিবাদ জানালেন নাটোর পৌরসভার ৯নং ওয়াড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু।
তিনি তার মটর সাইকেল রেজিষ্ট্রেশন করতে বিআরটিএ-এর নাটোর অফিসে জমা দিয়েছেন ২৮ হাজার টাকার টাকা। অথচ তিনি সরকারী রশিদ পেয়েছেন ২১ হাজার ২৭৫ টাকার। বিষয়টি তিনি মানতে না পেরে সরকারী রশিদের নিচে লিখে নিয়েছেন জমা দিলাম ২৮,০০০ টাকা সরকার পেলো ২১,২৭৫ টাকা। আর এটি তিনি মোটর সাইকেলের পেছনে লাগিয়ে রেখেছেন।
কাউন্সিলর নূরুল ইসলাম নূরু জানান, দুর্নীতির বড় আখড়া এই বিআরটিএর অফিস। বিনা ঘুষে কোন কাজ হয়না এখানে। তাই তিনি এইভাবে প্রতিবাদ শুরু করেছেন। যাতে করে এই অফিসের দ্বারা যারা দূর্ভোগের শিকার হয়েছেন তারা সকলেই কোন না কোন প্রতিবাদ করেন।
প্রতিক্ষণ/এডি/তাফ










