প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষায় শিক্ষক নিয়োগ বাতিল

প্রকাশঃ নভেম্বর ৩, ২০২৫ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাতিল করেছে সরকার। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ পরিবর্তন করে নতুন সংশোধিত বিধিমালা রোববার গেজেটে প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এতে আগের বিধিমালায় থাকা সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ বাদ দেওয়া হয়েছে। এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের বিধান থাকবে।

গত ২৮ আগস্ট প্রকাশিত আগের বিধিমালায় চার ধরনের শিক্ষক নিয়োগের কথা ছিল। তবে সেই বিধিমালা প্রকাশের পর ধর্মভিত্তিক বেশ কিছু রাজনৈতিক সংগঠন ও নেতারা প্রকাশ্যে সংগীত শিক্ষক নিয়োগের বিরোধিতা করেন। তারা দাবি করেন—এর পরিবর্তে ধর্মীয় শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ করা উচিত। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল না হলে আন্দোলনেরও হুমকি দেওয়া হয়।

দুই মাসের মাথায় সেই চাপের মুখেই শিক্ষক নিয়োগ বিধিমালায় পরিবর্তন আনল সরকার।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G